যেকোন ভিডিওকে kinemaster App দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে নিন
আসসালামু আলাইকুম, আসাকরি সকলেই ভালো আছেন। আজকের পোস্টের মাধ্যমে আমরা Kinemaster App দিয়ে Cartoon ভিডিও তৈরি করা শিখব। আপনার যে কোন নরমাল একটি ভিডিও দিয়ে kinemaster অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। নরমাল একটি ভিডিও দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের এডিট করে একটি কার্টুন ভিডিও তৈরি করতে হতো, তবে এক ক্লিকে আপনারা kinemaster অ্যাপ দিয়ে একটি কার্টুন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন যেকোনো ভিডিও থেকে। তাই এই পোস্টের মধ্যে আমরা আজকে শিখে নেব কিভাবে kinemaster অ্যাপ ব্যবহার কোরে কিভাবে একটি কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো কাজটি শেখার জন্য অবশ্যই আমাদের পোস্টের নিচের দিকের আর্টিকেল ও স্ক্রিনশট গুলো মনোযোগ দিয়ে দেখে নিবেন।
Kinemaster App একটি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ, এই অ্যাপটি দিয়ে সকল ধরনের ভিডিও এডিটিং করা যায়। Kinemaster App ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন তারপরও কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। কারণ এই অ্যাপটি খুবই চমৎকার এবং খুবই সহজ ভিডিও এডিটিং করার জন্য।
Kinemaster অ্যাপ দিয়ে যেকোনো নরমাল একটি ভিডিও কে কার্টুন ভিডিওতে রুপান্তর করতে গেলে সর্বপ্রথম আমাদের ফোনে Kinemaster অ্যাপ ইনস্টল করতে হবে। যাদের ফোনে Kinemaster অ্যাপ ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে Kinemaster অ্যাপন ফোনে ইনস্টল কোরে নিবেন। এছাড়া ও চাইলে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে ও অ্যাপটি কে ইনস্টল করতে পারেন, অ্যাপেল লিংক নিচে দেয়া আছে।
Kinemaster অ্যাপ ফোনে ইনস্টল করা হয়ে গেলে সর্বপ্রথম অ্যাপ টিকে ওপেন করুন। অ্যাপটি কে ওপেন করার পরে Create New নামে একটা বাটন দেখতে পারবেন, এবারে এখানে ক্লিক কোরবেন।
Create New বাটনে ক্লিক কোরলে এখানে Aspect ratio নামে একটা অপশন দেখতে পারবেন। এবার এখান থেকে আপনি কোন ধরনের ভিডিও এডিট কোরতে চান সেটা সিলেক্ট কোরে দিবেন, আমরা এখান থেকে ইউটিউব সাইজের ভিডিও এডিট করবো। এর পরে নিচের Create অপশনে ক্লিক কোরব।
Create বাটনে ক্লিক কোরলে এখান থেকে ফোনের সকল ভিডিও ও ছবি দেখা যাবে, মানে এখান থেকে ফোনের গ্যালারি ওপেন হবে, এবার গ্যালারি থেকে যে কোন একটি ভিডিও সিলেক্ট করুন।
এরপর ভিডিও ইনপুট করা হয়ে গেলে একবার ভিডিও উপরে ক্লিক করবেন, ভিডিও উপর ক্লিক করার পর Kinemaster App এর সকল এডিটিং টুলগুলো ওপেন হয়ে যাবে, এবার এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে Ai Style effect এবং সেখানে ক্লিক কোরতে হবে।
এরপর এখানে নতুন একটা পেজ দেখতে পারবেন, এই পেজে Cartoon নামে একটা ইফেক্ট দেখতে পারবেন। এবার এই কার্টুন ইফেক্টে ক্লিক কোরবেন।
কার্টন ইফেক্টে ক্লিক করার পর এখানে High and Low নামে দুইটি অপশন থাকবে, এবার আপনার ভিডিও অনুযায়ী যে ইফেক্টি মানানসই হবে সেটার উপরে ক্লিক করে দিবেন।
এরপরে এখানে দেখতে পারবেন নরমাল ভিডিও থেকে কার্টুন ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে, এবার এখান থেকে ভিডিও টাকে ফোনের গ্যালারি সেভ করার জন্য উপরে Export বাটন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন।
Export বাটনে ক্লিক করার পর এখানে নতুন পেজে Save as video নামে একটা অপশন দেখতে পারবেন এবার এখানে ক্লিক কোরবেন। এখানে ক্লিক করলে কার্টুন ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
প্রিয় পাঠকগণ ঠিক এভাবে করে সঠিক নিয়মে Kinemaster App দিয়ে নরমাল একটি ভিডিও থেকে কার্টুন ভিডিও তৈরি করতে হয় আশা করছি বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন। এই পোস্ট, এ পর্যন্তই এতক্ষণ আমাদের পোস্টের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thanks for visiting Ftweb24.
Tags:
mobile apps apk