ডাবল ট্যাপ করলেই ফোন লক হবে ও স্ক্রিন অন হবে
ফোনের স্কিনে ডাবল ট্যাপ করলেই ফোনের স্কিন অন হবে, আবার আপনারা যখন স্কিন অন থাকা অবস্থায় ডাবল ট্যাপ করবেন তখন ফোনের স্ক্রিন অফ হয়ে যাবে। ফোনের স্কিন অন থাকা অবস্থায় ডাবল করলে ফোনটি লক হয়ে যাবে, এবং ফোনের স্কিনটি অফ হয়ে যাবে। প্রিয় পাঠকগণ এভাবে একটি সেটিংস করে নিলে আপনার ফোন ব্যবহার করায় আরো অনেক সুবিধা জনক হবে। এছাড়াও ফোনের টাচে স্ক্রিনে ডাবল ট্যাপ সেটিংস কোরে নিলে আপনাদের ফোনের লক বাটনটি অনেক ভালো থাকবে, কারণ হলো ফোনের লক বাটন বার বার চাপতে হবেনা। বার বার না চাপার কারনে আপনার ফোনের লক বাটন দীর্ঘস্থায়ী হবে। অনেক সময় দেখা যায় ফোনে বিভিন্ন প্রবলেম দেয়ার আগেই ফোনের লক বাটনে প্রবলেম দেখা দেয়। ফোনের লক বাটনের প্রবলেম দেখা দেওয়ার একটাই কারণ এখানে বারবার ফোনের লক বাটন চেপে আমরা ফোনটাকে লক করি আবার আনলক করার জন্য এই বাটনটিকে প্রেস করি। তাই যখন আপনি ফোনের ডাবল ট্যাব অপশনটি ব্যবহার করবেন এ সমস্যাগুলো ফোনে কম দেখা দিবে।
আমাদের মোবাইল ফোন ব্যবহার করার জন্য ফোনে লুকিয়ে থাকা নানান রকম সেটিং বা অপশন থাকে যেগুলো আমরা খুঁজে বের করি না, অথবা এগুলো নিয়ে আমাদের ঘাটাঘাটি করা হয় না। ফোনে এমন কিছু সেটিংস থাকে যেগুলো ফোনে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্য থেকে এমন একটি সেটিংস হল Double tap to lock বা এই অপশনটা।
Double tap to lock & double tap to turn screen on এ দুটো অপশন কিভাবে আপনার ফোনে চালু করবেন চলুন সেটা আমরা এখন জেনে নেই। এ বিষয়টি জানার জন্য পোস্টের নিচের দিকের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন। Double tap to lock & double tap to turn screen on এই দুটি অপশন একেক ফোনের একেক সেটিংসে দেয়া থাকে, আমরা রিয়েল মি ফোনের Double tap to lock & double tap to turn screen on অপশনটি চালু করতেছি। আপনার যে কোন ব্র্যান্ডের ফোনই হোক না কেন সেটিংস থেকে খুঁজে নিলে অপশনটি আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনেও।
Double tap to lock & double tap to turn screen on ফোনে চালু করার জন্য আপনাদের ফোনের মূল সেটিংস অপশনে চলে আসুন। সেটিংসে এসে Home screen and lock screen নামের সেটিংস টি ওপেন করুন। এরপরে একটু নিচের দিকে আসলে এখানে Double tap to lock নামের একটি অপশন দেখতে পারবেন, এই অপশনটি অফ থাকবে এটাকে চালু করে দিতে হবে। এরপরে আরেকটু নিচের দিকে আসলে Double tap to run Screen on নামের আরেকটি অপশন দেখতে পারবেন, সেইম নিয়মে এই ফোনটা কেও চালু করে দিতে হবে। এখান থেকে এই দুটো অপশন বা এই দুইটি সেটিংস চালু করলে আপনার ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করলে ফোন লক হয়ে যাবে। আবার ফোনের ডিসপ্লে বন্ধ থাকা অবস্থায় ফোনের স্ক্রিনে ডাবল ক্লিক করলে ফোনের ডিসপ্লে জ্বলে উঠবে। পরবর্তীতে আপনি আপনার ফিঙ্গার ব্যবহার করে ফোনটি আনলক করতে পারেন। অথবা যাদের ফোনে প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দেয়া থাকে তারা এভাবে করে ফোনটাকে আনলক করতে পারেন।
প্রিয় পাঠকগণ আপনাদের ফোন থেকে যদি এই সেটিংস খুঁজে না পান তাহলে! ফোনের সেটিংস এর সার্চ অপশনে গিয়ে Double tap লিখে সার্চ করলে আপনার ফোনেও অপশনটি পেয়ে যাবেন। আর এভাবে করে আপনিও ব্যবহার করতে পারেন এই Double tap to lock & double tap to turn screen on অপশনটি।
Tags:
Phone Settings