সঠিক নিয়মে টিকটক অ্যাপে ভিডিও সাউন্ড কপিরাইট চেক অপশন চালু কোরবেন যেভাবে

How to turn on tiktok video sound copyright check option

টিকটকের ধারুণ একটি অপশন সম্পর্কে আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানবো। আপনি অনেক সময় কষ্ট করে একটি ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করি, কিন্তু আপলোড করার পরে অডিও কপিরাইট সমস্যা দেখা দেয় ভিডিওতে। যে কারণে ভিডিওটা ভাইরাল হলেও পরবর্তীতে মানুষের কাছে আর ভিডিওটি পৌঁছায় না। এছাড়াও Tiktok এ video sound copyright সমস্যা যখন দেখা দেয় অথবা ভিডিওতে যখন অডিও কপিরাইট আসে পরবর্তীতে ভিডিও টাকে ডিলিট করা ছাড়া তেমন উপায় থাকে না। ডিলেট না করলেও টিকটক এর মাধ্যমে সাউন্ডটাকে পরিবর্তন করা যায়, তবে সাউন্ড পরিবর্তন করতে গেলেও অনেক সময় ঝামেলা বাধে। যেমন এক ধরনের ভিডিও হয়ে থাকলে সাউন্ড পরিবর্তন করার সময় অন্য ধরনের সাউন্ড ব্যবহার করতে হয়। ভিডিওর সাথে সাউন্ডের কোনো মিল না থাকলে সে ভিডিও মানুষ কখনোই পছন্দ করে না, এটা আমরা সকলেই জানি। আবার যদি কোন ভয়েস ভিডিও হয়ে থাকে সেই ভিডিওর অডিও কপিরাইট আসলে ভিডিওটা কে পুরোপুরি ডিলিট করে দিতে হয়। ডিলিট করা লাগে এজন্যই কারণ ভয়েস ভিডিওতে সাউন্ড পরিবর্তন করতে গেলে ভিডিওর ভয়েস ও রিমুভ যায়।

প্রিয় টিকটক ইউজার কারি বন্ধুগণ টিকটকে এমন একটি অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করার সময় ভিডিওর Sound copyright check কোরে নিতে পারবেন। এ অপশন সম্পর্কে অনেকেই জানেনা, আর না জানার কারণে তাদের ভিডিওতে অডিও কপিরাইট সমস্যা দেখা যায়। টিকটকের Video sound copyright check অপশন টি সেটিংস থেকে যদি আপনি চালু করে রাখেন তাহলে ভিডিও আপলোড করার সময় আপনার ভিডিওতে অডিও নিয়ে কোন কপিরাইট আছে কিনা সেটা আগে জানতে পারবেন। যদি কোন সমস্যা থাকে তাহলে ভিডিওটাকে পুনরায় এডিট করবেন এবং সাউন্ড পরিবর্তন করে নতুন করে একটি সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করবেন। আর এভাবে আপলোড করলে আপনার Tiktok ভিডিওতে Video sound copyright সমস্যা দেখাবে না।

কিভাবে আপনারা টিকটক অ্যাপে সঠিক নিয়মে Video sound copyright check অপশনটি চালু করবেন সেটা আমরা এখন জানব। এই পুরো বিষয়টি জানার জন্য পোস্টের নিচের দিকের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।

টিকটক অ্যাপে Video sound copyright check অপশনটি চালু করতে গেলে প্রথমে আপনার Tiktok অ্যাপ ওপেন করতে হবে। টিকটক অ্যাপ ওপেন করে আপনার নিজস্ব প্রোফাইলেও আসুন, টিকটকের প্রোফাইলে এসে প্রোফাইলের ডান পাশে উপরে কর্নারের দিকে থ্রি লাইন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে।

টিকটকের প্রোফাইলের থ্রি লাইনে ক্লিক করার পর TikTok studio নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে। এরপরে টিকটক স্টুডিও পেজ থেকে উপরে ডান পাশে কর্নারের দিকে একটি সেটিংস আইকন বা একটি গিয়ার আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক কোরবেন।

এরপরে নতুন একটি পেজ চলে আসবে, এই পেজে আসলে দেখতে পারবেন তিনটি অপশন এবং শেষের অপশন টির নাম Video sound copyright check. এবারে এই Video sound copyright check নামের শেষের অপশনটিকে এখান থেকে অন বা চালু করে দিতে হবে! এটা কোরে দিলেই কাজ শেষ। পরবর্তী সময় থেকে আপনার টিকটক অ্যাপে ভিডিও আপলোড করার সময় অটোমেটিক ভিডিওর অডিও কপিরাইট চেক করে নিবে টিকটক অ্যাপ নিজেই। আর যদি কোন ভিডিওতে সমস্যা থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন।