টিকটক স্টুডিও অ্যাপ সম্পর্কে বিস্তারিত
প্রিয় টিকটক ইউজার কারী বন্ধুগণ বেশ কিছু দিন আগে টিকটক অ্যাপ তাঁদের নতুন একটা অ্যাপ লাঞ্চ করে যার নাম টিকটক স্টুডিও অ্যাপ। তাই এই পোস্টের মাধ্যমে আমরা Tiktok এর Tiktok স্টুডিও অ্যাপ সম্পর্কে জেনে থাকব। টিকটক স্টুডিও অ্যাপের মাধ্যমে আপনার কি কাজ করতে পারবেন সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পোস্টে। দিন দিন প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাপই আপডেট করা হচ্ছে, পিছিয়ে নেই Tiktok অ্যাপও Tiktok অ্যাপ তাদের অ্যাপ দুর্দান্ত গতিতে আপডেট আনছে। বরাবরের মতোই Tiktok অ্যাপ দিয়ে সরাসরি ভিডিও আপলোড করা টিকটকের যাবতীয় কাজ করা যেত! তবে সেই কাজগুলোকে আরো সহজ করে দেয়ার জন্য টিকটক লাঞ্চ করেছে টিকটক স্টুডিও নামে একটি অ্যাপ। টিকটক স্টুডিওর আলাদা একটি অপশন পেয়ে যাচ্ছেন স্টুডিও অ্যাপে। যদি আপনারা লক্ষ্য করেন ইউটিউব বা ফেসবুকের প্রত্যেকটি প্ল্যাটফর্মেরই আলাদা আলাদা স্টুডিও ক্যাটাগরির অ্যাপ রয়েছে, ঠিক তেমনি Tiktok নিয়ে এসেছে টিকটক স্টুডিও অ্যাপ।
আপনার টিকটকের আইডি টিক টক স্টুডিও অ্যাপ এ লগইন করে ভিডিও আপলোড করতে পারবেন Tiktok studio app থেকে। এছাড়া ও টিকটক এনালটিক্স অপশন গুলো পেয়ে যাচ্ছেন এই অ্যাপের ভিতরে। আর যদি আপনারা চান Tiktok studio app ব্যবহার করবেন না, তাহলে আপনারা Tiktok এর প্রোফাইল থেকে Studio অপশনটি ব্যবহার করতে পারবেন সেই অপশন ও টিকটক রেখেছে।
প্রিয় টিকটক ইউজার কারী বন্ধুরা চলুন এবার আমরা জেনে নেই Tiktok studio অ্যাপ এর কিছু অপশন সম্পর্কে। এই অ্যাপ এর ব্যবহার সম্পর্কে জানতে ও টিকটক স্টুডিও অ্যাপ ব্যবহার করার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে টিকটক স্টুডিও অ্যাপটি ফোনে ইনস্টল করে নিতে হবে।
টিক টক স্টুডিও অ্যাপ ফোনে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপ ওপেন যখন করবেন প্রথমে কয়েকটি অপশন এখানে দেখতে পারবেন উপরের দিকে। প্রথম অপশনটি হলো Auto captions. দ্বিতীয় অপশনটি হলো Photo editor. তৃতীয় অপশনটি হলো Autocut. এবং চতুর্থ অপশনটি হলো Camera. এখান থেকে এই অপশনগুলো আপনারা টিকটক স্টুডিও অ্যাপের ভিতর থেকে ব্যবহার করতে পারবেন, এজন্য আপনার টিকটকের মূল অ্যাপ ব্যবহার করা লাগবে না। আর এই অপশন গুলো টিকটক স্টুডিও অ্যাপের উপরের দিকে আপনারা পেয়ে যাবেন।
এরপরে আপনারা টিকটক স্টুডিও অ্যাপের মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন আপলোড নামে একটি অপশন রয়েছে, আপলোড অপশন থেকে সরাসরি আপনারা Tiktok প্রোফাইলে টিক টক স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করতে পারবেন! এজন্য আপনাকে টিক টক মূল অ্যাপটি-কে ব্যবহার করার প্রয়োজন হবে না, ভিডিও আপলোড করার ক্ষেত্রে। এখান থেকেই আপনার ভিডিও আপলোড করতে পারবেন।
এরপরে এই অ্যাপের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আরো বেশ কয়েকটি অপশন। প্রথম অপশনটি নাম হলো Home. দ্বিতীয় অপশন টির নাম হলো Analytics. তৃতীয় অপশন টির নাম হল Create. চতুর্থ অপশনটির নাম হল Monetization. এবং শেষের অপশনটির নাম Manage. এই প্রত্যেকটি অপশন টিকটক স্টুডিও অ্যাপের নিচের দিকে পেয়ে যাবেন।
Tiktok ইউজারকারী বন্ধুগণ আপনি ভিডিও আপলোড করা থেকে শুরু করে টিকটকের Analytics দেখা, টিকটক এর মনিটাইজেশন অপশন চেক করা সবকিছুই কোরতে পারবেন টিকটক স্টুডিও নামক অ্যাপটি দিয়ে। এ সকল অপশন গুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, এজন্য আপনাকে টিক টক এর মূল অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না টিকটকের স্টুডিও অ্যাপ থেকেই করতে পারবেন। আর এই অ্যাপটি কে ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে Google প্লে স্টোর থেকে অ্যাপ টিকে ফোনে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা হয়ে গেলে আপনার টিকটকের আইডিটি লগইন করে নিতে হবে টিকটক স্টুডিও অ্যাপে, এরপরেই আপনি এ সকল অপশন গুলো ব্যবহার করতে পারবেন।