টিকটক থেকে ডিলিট করা ভিডিও যেভাবে ফিরিয়ে আনবেন

TikTok recently delete option

প্রিয় পাঠকগণ Tik Tok recently delete option কিভাবে কাজ করে, এবং এই অপশনটির মাধ্যমে আপনার কি কি সুবিধা পাবেন সে সকল বিষয় থাকছে এই পোস্টে। বেশ কিছুদিন আগে Tiktok এর নতুন একটি অপশন অ্যাড হয় আর এই অপশনটি নাম হল রিসেন্টলি ডিলিট। আপনার Tiktok এর ভিডিও যদি আপনি ভুলবশত কোনভাবে ডিলিট করে ফেলেন সেই ভিডিও কে আবার আপনি ফিরিয়ে আনতে পারবেন। আমরা অনেক সময় ইচ্ছে করে অথবা ভুল করে আমাদের Tiktok প্রোফাইল থেকে ভিডিও ডিলিট করে দেই, তবে টিকটকের Recently delete অপশনের মাধ্যমে ডিলিট করা ভিডিও Restore করা যাবে। ইচ্ছে করে হোক বা ভুল করে টিকটক প্রোফাইল থেকে কোন ভিডিও ডিলিট করলে সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন ৩০ দিনের ভেতরে। ৩০ দিনের ভিতরে যে ধরনের ভিডিও গুলো আপনারা ডিলিট করবেন সেই ভিডিও গুলো আপনি আবার রিস্টোর করতে পারবেন। তবে ৩০ দিনের বেশি হয়ে গেলে আপনার এই ভিডিওগুলোর রিস্টোর করতে পারবেন না।

টিকটক Recently delete অপশনের ভিতর থেকে কোন কোন ভিডিও আপনি লাস্ট ৩০ দিনের ভিতরে ডিলিট করে দিয়েছেন টিকটকের প্রোফাইল থেকে সেটা আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে দেখে দেখে আপনার যে ভিডিও টাকে রিস্টোর করার প্রয়োজন হবে সেটা আপনি রিস্টোর করতে পারবেন। এখানে একটি মজার বিষয় হলো যে ভিডিওগুলো আপনি এখান থেকে ডিলিট করবেন সেটা আপনি রিসেন্টলি ডিলিট অপশনে ভিতর থেকে প্লে করে দেখতে পারবেন। প্লে করে দেখে দেখে আপনি ভিডিও রিস্টোর করতে পারবেন।

প্রিয় পাঠকগণ চলুন এবার আমরা জেনে নেই টিকটক এর প্রোফাইল থেকে ডিলিট করা ভিডিও লাস্ট ৩০ দিনের ভিতরে কিভাবে রিস্টোর করতে হয়। টিকটক এর ডিলিট করা ভিডিও কিভাবে রিস্টোর করবেন, বা ডিলিট করা ভিডিও কিভাবে ফিরিয়ে আনবেন সেই বিষয়ে জানার জন্য পোস্টের নিচের দিকের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।

এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার Tiktok অ্যাপ ওপেন করুন। Tiktok অ্যাপ ওপেন করে প্রোফাইল থেকে উপরের ডান পাশে দেখতে পারবেন তিনটি থ্রি লাইন রয়েছে সেখানে ক্লিক করবেন। প্রোফাইল থেকে টিকটক এর থ্রি লাইনে ক্লিক করলে একটি সেটিংস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দিবেন।

সেটিংস আইকনে ক্লিক করার পর টিকটকের সকল সেটিংস গুলো দেখা যাবে। এবার এই সেটিংসগুলোর মধ্য থেকে আমাদের খুঁজে নিতে হবে Activity Counter সেটিংস বা অপশন, এবং এই সেটিংস খুঁজে বের করে সেখানে ক্লিক করতে হবে। Activity counter সেটিংস বা অপশনটি ওপেন করলে এখানে আরো বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন। এবার এখান থেকে Recently delete নামের অপশনের উপর একবার ক্লিক করতে হবে। Recently delete নামের অপশনের ভিতর ক্লিক করলে প্রোফাইল থেকে ডিলিট করা সকল ভিডিও গুলো এখানে দেখা যাবে।

এবার Recently delete অপশনের ভিতর থেকে ডিলিট করা ভিডিও আপনি রিস্টোর করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী একটি একটি ভিডিও প্লে করে দেখবেন যে কোন ভিডিও আপনার রিস্টোর করা লাগবে, এবং সেই ভিডিওটাকে রিস্টোর করে নিবেন। ডিলিট করা ভিডিও রিস্টোর করার জন্য যেকোনো একটি ভিডিওর উপর ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করলে নিচের দিকে Restore নামের লেখা দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। এরপরে নতুন একটি পেজ দেখতে পারবেন এই পেইজে লেখা থাকবে Restore this post এবং এর নিচে রিস্টোর নামের আবারও একটি বাটন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলেই পুনরায় ভিডিওটি আপনার টিকটক প্রোফাইলে রিস্টোর হয়ে যাবে।

প্রিয় পাঠকগণ মনে রাখবেন টিকটক প্রোফাইল থেকে ডিলিট করা ভিডিও যদি আপনি রিস্টোর করতে চান, তাহলে ডিলিট করার ৩০ দিনের মধ্যে আপনাকে রিস্টোর করতে হবে। ৩০ দিনের বেশি হলে আপনি আর ভিডিও টাকে রিস্টোর করতে পারবেন না। প্রিয় পাঠকগণ ঠিক এভাবে করে সঠিক নিয়মে টিকটক থেকে ডিলিট করা ভিডিও রিস্টোর করতে হয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।