ফেসবুক থেকে যেকোন আইডি যেভাবে Snooze কোরে রাখতে হয়

Facebook Snooze option

ফেসবুকে যেভাবে Snooze অপশন চালু করতে পারবেন সেই বিষয় জানানো হয়েছে এই পোস্টে। Facebook এ Snooze Option On কোরলে কি কি সুবিধা পেয়ে থাকবেন সেই সকল বিষয় ও জানানো হয়েছে এই পোস্টে। দেখুন ফেসবুকে এমন এমন কিছু সেটিংস থাকে সেগুলো আমাদের না জানা থাকে, অথবা এ সেটিংস গুলো আমাদের চোখে পড়ে না। তবে ফেসবুকের Snooze অপশনটি এমন একটি অপশন এই অপশন যদি কারো ফেসবুক আইডিতে অন করে দেওয়া হয় তাহলে সেই ফ্রেন্ডের কোন ফেসবুক পোস্টটি আপনার কাছে পৌঁছাবে না। ফেসবুক ফ্রেন্ডলিস্টে এমন এমন মানুষ থাকে বা এমন এমন ফ্রেন্ড থাকে যাদেরকে সরাসরি ব্লক অথবা ইগনোর করা যায় না, তবে আপনারা যদি ফেসবুক সেটিংস এর মধ্য থেকে যে কারো আইডিতে Snooze অন করে রাখেন তাহলে ৩০ দিনের ভিতর সেই আইডি থেকে কোন পোস্ট আপনার ফেসবুক ফিডে শো করাবে না। তাই যাদের প্রয়োজন তারা চাইলে ফেসবুক থেকে Snooze আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে আপনারা ফেসবুকের সেটিংস থেকে এই অপশন ব্যবহার করে থাকবেন সে বিষয়টি জানার জন্য পোস্টের নিচের দিকের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।

সর্বপ্রথম ফেসবুক থেকে এই সেটিংসটি করার জন্য আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ টিকে ওপেন করতে হবে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর আপনাদের প্রোফাইল ছবিতে একবার ক্লিক করবেন, অথবা প্রোফাইলের থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি গিয়ার আইকন দেখা যাবে ফেসবুকের জার নাম ফেসবুক সেটিংস আইকন, এবং সেখানে ক্লিক করবেন। ফেসবুকের সেটিংস অপশন এর ভিতর আসলে এখানে ফেসবুকে সকল সেটিংস দেখা যাবে, এবার এই সেটিংস গুলোর মধ্য থেকে যেখানে Performance লেখা থাকবে সেখানে লক্ষ্য করবেন। Performance অপশনের ভিতরে দেখতে পারবেন Feed নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন।

Feed নামের অপশন দিতে ক্লিক করলে এখানে আরো কয়েকটি অপশন দেখতে পারবেন এবার এর মধ্য থেকে যেখানে লেখা থাকবে Snooze সেখানে ক্লিক করতে হবে। Snooze অপশন এর ভিতর আসলে এখান থেকে ফেসবুকের সকল ফ্রেন্ডদেরকে দেখতে পারবেন, মানে এখান থেকে ফেসবুকের সকল ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে আপনি এখানে দেখতে পারবেন। এখানে শুধুমাত্র ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের নয় ফলো করার ফেসবুক পেজ, ফেসবুকের যে সকল গ্রুপে আপনি Add আছেন সবগুলো এখানে দেখা যাবে। এবার এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো ফেসবুক ফ্রেন্ড কে অথবা যে কোন ফেসবুক পেজ বা গ্রুপকে Snooze রাখতে পারেন।

Snooze আপশনের মধ্য থেকে যেকোনো আইডি যেকোন ফেসবুক পেজ Snooze কোরে রাখার জন্য প্রত্যেকটি ফেসবুক আইডির ডানপাশে Snooze নামের একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে। Snooze নামের অপশনটিতে ক্লিক করলে End Snooze লেখা শো করবে। এটা লেখা শো করলে বুঝে নিতে হবে কাজ কমপ্লিট। এভাবে করে চাইলে আপনি যে কাউকে বা যে-কোন ফেসবুক পেজ বা গ্রুপ কে আপনি Snooze করে রাখতে পারেন। এভাবে করে নিলে পরবর্তীতে আপনার ফেসবুক টাইমলাইনে সে সকল ব্যক্তিদের কোন পোস্টটি শো করবে না, আশা করি বিষয়টি কে আপনারা বুঝতে পেরেছেন।