রবি সিম থেকে রবি সিমে এমবি গিফট করবেন যেভাবে

Mb gift robi sim to robi sim

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা দেখা যায় যে আমরা প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে সকলের কাছেই এখন স্মার্ট ফোন কেননা এর অধিক সুবিধা রয়েছে। আমরা প্রায় সকলেই স্মার্ট ফোন ব্যবহার করি তবে স্মার্ট ফোন ব্যবহারের সব থেকে গুরুত্বপূর্ণ হলো ইন্টারনেট। কেননা আমরা সকলে ইন্টারনেট এর মাধ্যমে এই সকল কাজকর্ম করে থাকি। এতে আমাদের ডাটার প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এমবি থাকে না বা শেষ হয়ে যায়। আবার দেখা যায় যে আমরা অনেকে ওয়াইফাই ইউজার তবে বাহিরে অনেক সময় খুবই ইমারজেন্সি ভাবে ইন্টারনেটের প্রয়োজন পড়ে, তবে এ সময় আমরা এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করতে পারি। আর কিভাবে এই এমবি গিফট করবো এর জন্য কিছু নিয়মকানুন ও আছে। কিভাবে রবি এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করবেন এর জন্য আমাদের পোস্টটি ফলো করুন।

এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনে Google Play Store চলে যাবেন এবং সার্চ বারে Search দিবেন My Robi App অ্যাপটি Install করে ওপেন করবেন। আজকে আমরা রবি সিম থেকে রবি সিমে এমবি গিফট কিভাবে করে এই বিষয়টি জানতে পারব।

My Robi App এ আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন অথবা আপনার যদি আইডি থাকে তাহলে আইডিটি লগইন করবেন। আপনার নাম্বারটি দিবেন তাহলে আপনার নাম্বারে একটি OTP Cod আসবে। OTP Cod বসিয়ে দিলে আপনার আইডি রেজিস্ট্রেশন হয়ে যাবে।

পরে আপনার স্কিনে একটি ইন্টারফেস চলে আসবে আপনি স্কিনে সিলেক্ট করবেন View More এবং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পরে স্কিনে আরো একটি ইন্টারফেস চলে আসবে, আপনি আবার স্কিনে সিলেক্ট করবেন Gift এই অপশনে ক্লিক করে দিবেন।

Proseed To Gift এই অপশনে ক্লিক করে দিবেন। এবং আপনি চাইলে এখান থেকে এমবি, মিনিট, এসএমএস, গিফট করতে পারেন। এবং এখান থেকে আপনি এগুলো মিনিমাইজ করে নিবেন। যে আপনি কতটুকু কি দিতে চান। তবে এর জন্য এই সিমে টাকা থাকতে হবে।

এরপরে Enter A Valid Robi number এই অপশনে নাম্বারটি বসিয়ে দিবেন। এবং Send as gift এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে।

My Robi App থেকে আপনি কম টাকায় ও অনেক ভালো ভালো অফার কিনতে পারবেন। সম্মানিত পাঠকগণ একটি বিষয় সব সময় মনে রাখবেন! সেটি হলো আপনার সিম থেকে অন্য একটি সিমের নাম্বারে আপনি এমবি কিনে গিফট করতে পারবেন। এখানে আপনার ক্রয় করা এমবি বা ইন্টারনেট থেকে অন্য কাউকে আপনি গিফট করতে পারবেন না এটি মনে রাখবেন। আমাদের জানামতে কোন সিম কোম্পানি এই সিস্টেমটি চালু করেনি। শুধুমাত্র আপনি কিনে গিফট করতে পারবেন, আপনার ব্যবহারিত ইন্টারনেট বা এমবি অন্য কাউকে গিফট করতে পারবেন না, আশা করি বিষয়টিকে ক্লিয়ারলি বুঝতে পারছেন।

এতক্ষণ আমাদের পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। পরের পোস্ট পড়ার জন্য আমন্ত্রণ রইল।