মুসলিমদের জন্য দারুণ একটা অ্যাপ

Muslims day app review

আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা দেখা যায় যে আমরা প্রায় সবাই মুসলিম। আমরা আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় তার ইবাদত করে থাকি। তবে কিছু কিছু দিবাস আছে যে দিনে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করলে সেটি কবুল হওয়ার খুবই আশঙ্কা থাকে। তবে আমরা অনেক দিবস আছে যা আমরা জানি না বা অনেক সময় আরবি মাসের নাম ও কয় তারিখ এগুলা জানিনা। তবে আমাদের মুসলিম হিসেবে এই তারিখগুলো জানা খুবই প্রয়োজন। তবে আমরা আজকে একটি অ্যাপ্লিকেশনের বিষয়ে আলোচনা করব। যার মাধ্যমে আমরা আরবি মাসের নাম তারিখ দিন ইত্যাদি সকল কিছু জানতে পারবো। এবং সূর্য অস্তের সময় সূর্যোদয়ের সময়। এমনকি নামাজের সময় কতক্ষণ আছে বা হয়েছে কি হয়নি দেখতে পারবো এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

এই অ্যাপটির নাম কি এবং কিভাবে অ্যাপটি ব্যবহার করব এর জন্য আপনারা আমাদের পোস্ট ফলো করুন। সবার প্রথমে আমরা আমাদের ফোনের Google Play Store চলে যাব সার্চ করব Muslim Day App. এবং অ্যাপটি ফোনে Install করব।

অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে কিছু পারমিশন চাইবে সেগুলো আমরা অন করে দিবেন, এবং অ্যাপটিতে লোকেশন দেওয়া থাকবে আপনি আপনার লোকেশন টা দিয়ে দিবেন। তাহলে আপনার ওইখানে সূর্য অস্ত্র ও সূর্যোদয়ের সময়টাও দেখতে পারবেন এবং সকল নামাজের সময়সূচী সঠিকভাবে দেখতে পারবেন।

আপনি এই অ্যাপের মাধ্যমে এলাম দিতে পারবেন সেহারি ও ইফতারের। এর জন্য স্কিনে সিলেক্ট করবেন এলার্ম ওই অপশনটি সিলেক্ট করে ক্লিক করে দিবেন।

আপনি যদি তারিখ দেখতে চান তাহলে স্কিনে ক্যালেন্ডার ওই অপশনটি ক্লিক করবেন। পরে দেখতে পারবেন বাংলা, ইংরেজি ও আরবি মাসের দিন তারিখ ইত্যাদি।

এই অ্যাপের মাধ্যমে আপনি কুরআনের 114 টি সূরাও পাবেন। এবং আপনি এখান থেকে সূরাগুলো দেখে নিতে পারেন অথবা পড়তেও পারেন। তবে এর জন্য এখান থেকে আপনার সূরা ডাউনলোড করতে হবে। আপনি স্কিনে কুরআন ওই অপশনটি সিলেক্ট করে ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন সকল সূরা। এখান থেকে আপনি আপনার প্রিয় সূরা, অথবা আপনি যদি কোন সূরা সার্চ দিয়ে বের করতে চান তা ও বের করতে পারবেন। এবং ওইগুলো ডাউনলোড করে নিবেন।

এই অ্যাপের গুরুত্বপূর্ণ দিক হলো এই অ্যাপের মাধ্যমে আপনি সকল কিছুর দোয়া পাবেন। নামাজের দোয়া রোজার দোয়া, জিকির, ইত্যাদি। এর জন্য স্কিনে দোয়া এই অপশনটি সিলেক্ট করবেন এবং ক্লিক করে দিবেন। পরে এখানে প্রবেশ করলে দেখবেন। সকল দোয়া রয়েছে।

আবার দেখা যায় যে আমরা অনেক সময় অন্যান্য এলাকায় যাই কিন্তু ওইখানে দিক কেবলা, নির্ণয় করা যায় না। এই অ্যাপের মাধ্যমে আপনি দিক নির্ধারণ করতে পারবেন। এর জন্য স্কিনে মেনু অপশনটি সিলেক্ট করবেন এবং ক্লিক করে দিবেন। পরে কেবলা ওই অপশন সিলেক্ট করে ক্লিক করে দেবেন। তাহলে আপনি আপনার কেবলা নির্ধারণ করতে পারবেন। তবে এর জন্য ফোনের লোকেশন অন রাখতে হবে!

আবার এ মেনু অপশনে আপনি আরো অনেক অসাধারণ কিছু সেটিং পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী সকল সেটিংস করে নিবেন। প্রিয় পাঠকগণ এতক্ষণ আমাদের পোস্ট ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। পরের পোস্ট পড়ার জন্য আমন্ত্রণ রইল।