বিকাশ অ্যাপ থেকে রকেট অ্যাপে টাকা পাঠানোর নিয়ম

Transfer money from Bkash to Rocket

আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় ভাই-বোনেরা দেখা যায় যে আমরা প্রায় সকলেই বিকাশ, রকেট ইত্যাদি অ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু রকেট থেকে টিউশন ফি দেওয়া যায়। তবে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে যদি রকেট অ্যাপ এ টাকা না থাকে তাহলে আমরা টাকা দিতে পারি না। যদি আমাদের ফোনে বিকাশ থাকে এবং বিকাশে যদি টাকা থাকে। এক্ষেত্রে আমরা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারি। এবং রকেটের মাধ্যমে আমরা ওই টিউশনি ফি দিতে পারি। বা যেকোনো প্রয়জনে টাকা লেনদেন কোরতে পারি। তবে এ কাজগুলা আমরা সকলে জানিনা যে কিভাবে এই কাজটি করতে হয়। আমরা আজকে জানতে পারব যে কিভাবে। বিকাশ অ্যাপ থেকে রকেট অ্যাপে টাকা ট্রান্সফার করবো। এর জন্য আমাদের আর্টিকেলস গুলো ফলো করুন।

প্রথমে আমরা আমাদের ফোনের location On করব। তারপর বিকাশ অ্যাপটি ওপেন করব এবং পিন নাম্বার দিয়ে অ্যাপের ভেতর প্রবেশ করব। অ্যাপের ভিতর প্রবেশ করলে বিকাশ অ্যাপ এর একটি ইন্টারফেস চলে আসবে। পরে স্কিনে সিলেক্ট করবেন See More নামে একটি অপশন।

পরে ওই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর আবার স্কিনে সিলেক্ট করবেন বিনিময়। ওই অপশনটির উপর ক্লিক করে দিবেন। পরে আরেকটি ইন্টারফেস আসবে তবে আপনি স্কিনে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আরও একটি ইন্টারফেস চলে আসবে। তবে আপনি স্কিনের সিলেক্ট করবেন Direct Pey(DP) এই অপশনে সরাসরি ক্লিক করে দিবেন। পরে স্কিনে কিছু অপশন আসবে এখানে আপনি সবকিছু পূরণ করে দিবেন।

Amount এর জায়গায় আপনি কত টাকা দিতে চান ওই টাকাটি বসিয়ে দিবেন। Receivers user VID এই অপশনটিতে আপনি আপনার আইডিটি বসিয়ে দিবেন।

Purpose এই অপশনে আপনি Self অথবা আপনার যা ইচ্ছে তাই দিয়ে দিবেন। Transfer Fund Via Alias এই অপশনে রকেট বসিয়ে দিবেন। এবং proseed ওই অপশনটিতে ক্লিক করে দিবেন।

এরপরে আপনি বিকাশ অ্যাপের পিনটি দিবেন এবং Confirm অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা আপনাদের Binimoy এর পিনটি দিয়ে দিবেন এবং submit ওই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন সাথে সাথে আপনার টাকাটি এসে যাবে।

সম্মানিত ভিজিটরগণ আপনাদের ইমার্জেন্সি মুহূর্তে, বা যে কোন প্রয়োজনে লেনদেনের ক্ষেত্রে এভাবে করে অল্প সময়ের ভেতরেই বিকাশ অ্যাপ থেকে রকেট অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারেন খুব সহজেই। তবে একটি বিষয় মনে রাখবেন আমাদের জানামতে এই কাজটুকু আপনি অফলাইনে করতে পারবেন না, এ ধরনের লেনদেন শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। বিকাশ অ্যাপ ছাড়া কাজটি করতে পারবেন না।

আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এবং বুঝতে কোন সমস্যা হয়নি, কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের পোস্টটি আরেকবার মনোযোগ দিয়ে পড়ে নিন। এতক্ষণ আমাদের পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে পোস্ট পড়ার জন্য আমন্ত্রণ রইল।