২০২৪ সালের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম | 2024 HSC Result Viewing Rules
সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভাল আছেন। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জেনে নেব কিভাবে 2024 সালের এইচ এস সি রেজাল্ট সবার আগে দেখতে হয়। ১৫ অক্টোবর বেলা 11 টার পরেই ২০২৪ সালের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হবে, ১৫ অক্টোবর বেলা ১১ টার পরেই আপনারা এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। ২০২৪ সালের এইচএসসি রেজাল্ট সবার আগে মোবাইল থেকে দেখার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করলে আপনারা খুব সহজেই সবার আগে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। অ্যাপটি ইনস্টল করে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে View result নামের অপশনে ক্লিক করলেই মার্কশিট সহ আপনার রেজাল্ট চলে আসবে।
রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল ফোনে অ্যাপ টিকে ইনস্টল করে নিবেন। অ্যাপের লিংক নিচে দেয়া আছে, নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলে অ্যাপ টি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে।
অ্যাপ ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে আপনাদের ফোনে অ্যাপটিকে ইনস্টল করে নিবেন। এরপর রেজাল্ট দেখার জন্য অ্যাপ এর ভিতরে প্রবেশ করবেন। Name of examination. Year of examination. Name of board. সিলেক্ট করে Result type সিলেক্ট করবেন। এরপর Roll number & Registration number দিয়ে নিচের একটি ক্যাপচা পূরণ করে View result নামের অপশনে ক্লিক কোরলে আপনাদের রেজাল্ট চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ এই পোস্টের সাথে থাকার জন্য।