যেকোন পণ্যের দাম জানুন অ্যাপের মাধ্যমে - Product Price App
আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই পোস্টের মাধ্যমে খুবই দারুণ একটি অ্যাপ শেয়ার করব আপনাদের মাঝে যে অ্যাপটি সবার কাজে আসবে। যারা প্রতিদিন গিয়ে আমরা বাজার করি বিশেষ করে তাদের জন্য এই অ্যাপ সবথেকে ভালো হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম বেশি হয়ে থাকে অনেক সময়, কোন পণ্যের কত টাকা দাম সেটা না জানার কারণে দোকানদার অনেক সময় আমাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকে। তাই আজকে এমন একটি অ্যাপ শেয়ার করবো আপনাদের মাঝে যে অ্যাপ এর মাধ্যমে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম জানতে পারবেন। আপনি যে কোন বিভাগের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানতে পারবেন, প্রতিদিন কোন পণ্যের কত টাকা দাম থাকে কোন বিভাগের সেটি আপনি আলাদা আলাদা ভাবে জানতে পারবেন। আজকে যে অ্যাপটির কথা আমরা বলছি এই অ্যাপটির নাম হল: কৃষি পণ্যের বাজার দর। এই অ্যাপটি আপনাদের ফোনে সর্বপ্রথম ইনস্টল করে রাখতে হবে।
অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এছাড়াও আমাদের এই পোস্টের মধ্যে অ্যাপের লিংক দেয়া আছে সরাসরি এখান থেকেও আপনারা ফোনে অ্যাপ টা ইনস্টল করতে পারেন। অ্যাপের লিংক নিচে দেওয়া হল ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপ ইনস্টল করতে পারবেন।
App install
ফোনে ইনস্টল করা হয়ে গেলে যদি কোন পারমিশন চায় সেগুলো দিয়ে অ্যাপটি কে ওপেন করতে হবে, ওপেন করলে অ্যাপের এই হোম পেজটি দেখতে পারবেন যেরকম টা নিচের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন।
এছাড়াও বিভাগ ভিত্তিক বাজার দর দেখতে চাইলে অ্যাপের মধ্যে থেকে যেখানে লেখা দেখবেন বিভাগ ভিত্তিক বাজার দর সেখানে ক্লিক করবেন। বিভাগ ভিত্তিক বাজারদর অপশনে ক্লিক করলে আপনি তারিক অনুযায়ী পণ্যের দাম দেখতে পারবেন। এখানে প্রত্যেকটি পণ্য আপনারা পেয়ে যাবেন যেকোনো পণ্য সিলেক্ট করে তারিক সিলেক্ট করলেই পণ্যের দামটি চলে আসবে। আর এভাবে করে আপনি জেনে যেকোনো পণ্য আপনি কেনাকাটা করতে পারেন, এতে করে আপনার কাছে থেকে কেউ বেশি টাকা নিতে পারবেনা আশা করি বুঝতে পারছেন।
Tags:
mobile apps apk