ছবি থেকে এক ক্লিকে ভিডিও হবে | Photo To Video
আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভাল আছেন। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা শিখব কিভাবে ছবি থেকে ভিডিও তৈরি করা যায়। আপনার পুরনো ছবি যদি থেকে থাকে ছোটবেলার সেই ছবিটা কে আপনি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এছাড়া আপনাদের ফ্যামিলিগত যদি কোন ছবির অ্যালবাম থাকে সেই ছবি থেকেও আপনারা এক ক্লিকের মাধ্যমে ভিডিও বানাতে পারবেন। আর পুরো কাজটি করতে পারবেন একটি এ আই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের যে ছবি থেকে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটাকে এই ওয়েবসাইটের ভিতর আপলোড করে কিছুক্ষণ অপেক্ষা করলেই ছবি থেকে ভিডিও তৈরি হয়ে যাবে। ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম New window নামের বাটনে ক্লিক করতে হবে।
New window নামের বাটনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি এআই ওয়েবসাইট চলে আসবে আর এখান থেকেই আপনারা ছবি আপলোড করে ভিডিও তৈরি করতে পারবেন। এজন্য এই Ai ওয়েবসাইটের ভিতরে একটি ছবি আপলোড করে দিতে হবে, ছবি আপলোড করে কিছুক্ষণ অপেক্ষা করলে ভিডিও হয়ে যাবে। এরপর আপনার ফোনে আপনি ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি। আরেকটি বিষয় New window বাটনে ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে আপনার জিমেইল থেকে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আপনি এখান থেকে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন।
Tags:
Ai photo edit