ছবি থেকে ভিডিও | নতুন ভাইরাল ইফেক্ট | Trending New Ai Effect | PV


আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা এমন একটি ওয়েবসাইটের সন্ধান দিবো বা এমন একটি এ আই টুলস এর সন্ধান দিব যেখান থেকে আপনারা একটি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। ছবি দিয়ে ভিডিও তৈরি করার ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল, বর্তমানে এধরনের ইফেক্ট বা এ ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে রয়েছে চাইলে আপনিও এক ক্লিকে তৈরি করতে পারেন এ ধরনের একটি ভিডিও। এটি আপনি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি লিংক নিচে দেওয়া আছে নিউ উইন্ডো নামের বাটনে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। নিচের স্ক্রিনশটের ছবিতে যেরকম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাবে, আর এই এ আই সাইট থেকে আপনারা ছবি থেকে একটি মজাদার ভিডিও তৈরি করতে পারবেন।
এ ধরনের একটি ভিডিও ছবি থেকে তৈরি করার জন্য এই পোস্টের মধ্যে New window নামের বাটনে ক্লিক করতে হবে প্রথমে।


এরপরে ইফেক্ট অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইফেক্টি সিলেট করে দিবেন। আপনি যে ইফেক্ট দিয়ে আপনার ছবিটি তৈরি করতে চাচ্ছেন সেই ইফেক্ট এর উপরে try now নামের একটি লেখা থাকবে সেখানে ক্লিক করবেন। এরপরে এখানে ছবি আপলোড করার অপশন চলে আসবে, ছবি আপলোড করে কিছু কোন অপেক্ষা করতে হবে এরপরে ছবিটি রেডি হয়ে যাবে। আর এখান থেকে আপনি ফেক দিয়ে তৈরি করা ছবিটি দেখতে পারবেন ভিডিওতে রূপান্তর হয়ে গেছে। পরবর্তীতে ভিডিওটাকে আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আর এভাবে করে pika. art এ আই সাইট থেকে একটি ভিডিও বানিয়ে দেওয়া যাবে।