দরদ মুভি - Bangla New Movie Update


মুভি প্রেমী বন্ধুগণ আশা করি সকলেই ভাল আছেন। চলে এল শাকিব খানের অভিনীত নতুন সিনেমা দরদ। ইতিমধ্যে এই মুভিটি ব্যাপক সমালোচনা আলোচনার উপর দিয়ে যাচ্ছে। কারণ শাকিব খানের অভিনীত কোন মুভি আসলেই একটা আলোচনার তুঙ্গে থাকে। শাকিব খানের ভক্তবিন্দুর এটাই সব সময় দাবি করে যে শাকিব খানের নতুন একটি সিনেমা মানেই হিট সিনেমা! Dorod Movie ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে বিভিন্ন প্লাটফর্মে। শাকিব খানের দরদ সিনেমাটি ১৫ই নভেম্বর মুক্তি পায়। এই সিনেমাটি বর্তমানে দেশের বিভিন্ন প্লাটফর্মে ও দেশের বিভিন্ন বড় বড় হলে চলতেছে। তাই দরদ সিনেমাটি যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে হলে গিয়ে দেখে নিতে পারেন বড় পর্দায়, এছাড়া যাদের হাতে একদমই সময় নেই তারা ফোনেও সিনেমাটি দেখতে পারেন।