সঠিক নিয়মে imo unblocked সমস্যা সমাধান
আজকে ইমো অ্যাপের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ইমো অ্যাপ রয়েছে, তাই শুধুমাত্র আমরা ইমো অ্যাপ এর বেসিক ব্যবহারটাই জানি। অনেকে আছি imo অ্যাপ এর সেটিং সম্পর্কে কিছুই জানিনা! অনেক সময় আমরা ইমো থেকে ইমো ফ্রেন্ডগুলো কে হারিয়ে ফেলি, ইমোর ভিতর থেকে তাদের সাথে আর কোন কোন ধরনের কোন কন্টাক্ট করতে পারি না। এটা অনেক সময় ভুলবশত আমরা ইমো থেকে অন্য আইডিকে ব্লক করে ফেলে। এটা হতে পারে আপনার অসচেতনায়! যাকে আমরা ভুলবশত ইমো থেকে ব্লক করে ফেলি সে আমাদেরকে কল কিংবা এসএমএস দিয়ে আমাদের সাথে কানেক্ট হতে পারেনা।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা জেনে নিব যদি আপনি ভুলবশত ইমোতে কাউকে ব্লক করেন সেটা কিভাবে আপনি আবার ২০২৪ সালের এই সময়ে নতুন সঠিক নিয়মে আনব্লক করবেন। ভুলবশত বা যেরকমই হোক না কেন আজ পর্যন্ত ইমুতে আপনি যাকে যাকে ব্লক করছেন সবাইকে আপনি দেখতে পারবেন ইমোর একটি অপশনের মাধ্যমে, আর সেখান থেকে আপনি চাইলে বেছে বেছে ইমো আইডি গুলোকে আনব্লক করতে পারবেন।
এজন্য সর্বপ্রথম আপনার ইমো আপনাকে ওপেন করতে হবে, ওপেন করার আগে একটা বিষয় মাথায় রাখবেন আপনার ইমো যদি আপডেট না দেয়া থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপডেট করবেন সর্বপ্রথম।
এরপর আপনার ইমো অ্যাপ ওপেন করবেন, ইমো ওপেন করে আপনার প্রোফাইল ছবির উপর একবার ক্লিক করবেন। প্রোফাইল ছবির উপর ক্লিক করার পর security and privacy নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে।
security and privacy নাম্বার অপশনের ভিতর ক্লিক করলে এখানে বেশ কিছু সেটিংস দেখতে পারবেন, এবার এর মধ্য থেকে যেখানে blocked list লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ইমোতে আপনি যাকে যাকে ভুলব সাথে ব্লক করছেন সবগুলো আইডি দেখতে পারবেন। এবার এখান থেকে আপনার প্রয়োজন মত যাকে যাকে আপনি আনব্লক করবেন প্রত্যেকটি আইডির সামনে unblock লেখা থাকবে সেখানে ক্লিক করলে আইডিটি আনব্লক হয়ে যাবে। পরবর্তীতে সেই আইডির সাথে আপনি পুনরায় কথা বলতে পারবেন বা এখান থেকে আপনি তার সাথে কানেক্টেড হতে পারবেন। প্রিয় ভিজিটরগণ ঠিক এভাবে করে ইমো অ্যাপের সঠিক নিয়মে blocked সমস্যার সমাধান করতে হয়।
Tags:
mobile apps apk