ইমোতে কিউবার কোড ব্যবহার করে কথা বলার নিয়ম

imo temporary qr code

আসসালামু আলাইকুম। ইমো যারা ব্যবহার করেন তাদের জন্য এমন একটি দারুন অপশন আজকে শেয়ার করব। অনেক সময় আমাদের ইমোতে নতুন বন্ধুদের সাথে কানেক্ট হতে হয়, বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে ইমোতে অনেকে add করে তাদের সাথে কথা বলতে হয়। কিন্তু ইমোতে একটি কমন সমস্যা রয়েছে! সমস্যাটি হলো কাউকে ইমোতে add করতে গেলে হয় তার নাম্বারের প্রয়োজন হবে অথবা আপনার নাম্বারের প্রয়োজন হবে ইমোতে তাকে কানেক্ট করার জন্য বা কথা বলার জন্য। তবে নাম্বার দিলে অনেক সময় প্রবলেম হয়, নতুন একটি নাম্বার সেভ করলে ইমুতে অন্যান্য নাম্বারের ইমো আইডি গুলো আমাদের আইডিতে যুক্ত হয়ে যায়। আর এটা নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হয়। তবে অনেকেই জানেন না ইমোর একটি অপশন রয়েছে যেটা ব্যবহার করে ইমোর কোন নাম্বার ছাড়াই অন্য একটি ইমোর আইডির সাথে কানেক্ট হয়ে কথা বলা যায়।

আপনারা যে কোন ইমো আইডি থেকেই অন্য একটি ইমো আইডির সাথে কানেক্ট করার জন্য, imo আপের temporary QR code ব্যবহার করতে পারেন। ইমোতে temporary QR code ব্যবহার করে নাম্বার ছাড়া এই নতুন একটি ইমোর সাথে আপনি কানেক্ট হতে পারবেন আর কথা বলতে পারবেন। আর এই temporary QR code দিয়ে আপনারা ইমোতে একবারই কানেক্ট হতে পারবেন। temporary QR code দিয়ে একবারের বেশি ইমোতে কানেক্ট করা যায় না, পরবর্তীতে যদি আপনার ইমোতে কাউকে কানেক্ট করার প্রয়োজন পড়ে নতুন করে temporary QR code ব্যবহার করে কানেক্ট করতে পারবেন।

ইমো অ্যাপের ভেতর থেকে নাম্বার ছাড়া যে কারো সাথে কথা বলার জন্য temporary QR code টি ব্যবহার করতে হবে। কিভাবে আপনারা ইমো অ্যাপের ভিতরে temporary QR code ব্যবহার কোরে নাম্বার ছাড়া অন্য একজনের সাথে কথা বলবেন চলুন সেটা জেনে নেই।

ইমোর temporary QR code ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনার ইমো অ্যাপ ওপেন করবেন। এরপর ইমু থেকে আপনার ইমোর প্রোফাইল ছবির উপর একবার ক্লিক করবেন। এরপর ইমোর বেশ কিছু সেটিংস দেখতে পারবেন, এবার এখান থেকে ডান পাশে কর্নারের উপরের দিকে একটা QR code এর অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে temporary QR code টি পেয়ে যাবেন এটাকে ডাউনলোড করে যার সাথে ইমোতে কানেক্ট হতে চান তাকে শেয়ার করবেন। অপর পাশ থেকে temporary QR code টি ইমো থেকে scan করলে আপনার ইমিডির সাথে সে কানেক্ট হয়ে যাবে আর কথা বলতে পারবেন। এখানে একটি ওয়ান টাইম লিঙ্ক এর অপশন রয়েছে এটা ব্যবহার করেও ইমোতে কানেক্ট হতে পারবেন। আর এভাবে করে ইমোতে নাম্বার ছাড়াই যে কারো সাথে কানেক্ট হতে পারবেন আর নাম্বার ছাড়া কথা বলতে পারবেন।